×

সারাদেশ

সুবর্ণচরে ভূমিহীন জমিসহ ঘর পেলো ২৪ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৪:১১ পিএম

সুবর্ণচরে ভূমিহীন জমিসহ ঘর পেলো ২৪ জন

ছবি: ভোরের কাগজ

সুবর্ণচরে ভূমিহীন জমিসহ ঘর পেলো ২৪ জন

ছবি: ভোরের কাগজ

আশ্রয়নের অধিকা, শেখ হাসিনার উপহার" এই শ্লোগানে মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না'- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র বাংলাদেশের ন্যায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ২৪জন ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জমি ও গৃহপ্রদাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ভার্চুয়ালে এ কর্যক্রমের পরিচালনা করেন প্রধানমন্ত্রী।

[caption id="attachment_416604" align="aligncenter" width="1412"] ছবি: ভোরের কাগজ[/caption]

সুবর্ণচর উপজেলা হলরুমে উদ্ভোদনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে এবং উপজেলা ভূমি সহকারী কমিশনার ভূমি অশোক বিক্রম চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহিতুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা ফরহাদ হোসেন, চর আমানউল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, চর জুবলী ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু সহ উপজেলার সর্বস্তরের কর্মকর্তা, উপকারভোগী, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি, মুক্তিযোদ্ধাসহ আরও রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ ৷

সুবর্ণচরে ইতিমধ্যে ১ম, ২য়, ৩য় এবং সর্বশেষ ২২ মার্চ ৪র্থ পর্যায়ের অবশিষ্ট ২৪ টিসহ সর্বমোট মোট ৫২৭ জন গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিস দলিল হস্তান্তর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App