×

সারাদেশ

নোয়াখালী শহরে খাল দখল করে বহুতল মার্কেট!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৪:১৪ পিএম

নোয়াখালী শহরে খাল দখল করে বহুতল মার্কেট!

ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী শহরে খাল দখল করে বহুতল মার্কেট!

ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা শহরের পৌর এলাকার ছাগলমারা খালটি ফের দখল হয়ে যাচ্ছে। একশ্রেণীর দখলদাররা খালের বেশ কিছু জায়গা দখল করে নির্মাণ করছে বহুতল মার্কেট, দোকান-পাট ও আলিসান বাসা-বাড়ি। এতে শহরের পানি নামতে না পারায় জলবদ্ধতার আশঙ্কা রয়েছে।

সোমবার (২০ মার্চ) রাত থেকে ১২ ঘন্টার বৃষ্টিতে জেলা শহরের ড্রেনের মধ্যে পানি জমে গেছে। ভারি বৃষ্টি হলে শহরের বেশিরভাগ জায়গায় জলবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কা করছে ব্যবসায়ী ও বাসিন্দারা।

সূত্র জানায়, ১/১১ সরকারের আমলে যৌথ বাহিনীর সমন্বয়ে খালটি মাইজদীস্থ আল ফারুক একাডেমি হতে শুরু করে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দত্তের হাট হয়ে নোয়াখালী খাল পর্যন্ত সংস্কার করা হয়েছিল। এরপর নোয়াখালী পৌরসভার বর্তমান মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের সময়েও খালটি সাবেক জেলা প্রশাসক তন্ময় দাসের সমন্বয়ে সংস্কার করা হয়। একপর্যায়ে, দীঘদিন ধরে খালটির আর সংস্কার কাজে হাত না দেয়ায় ফের দখল হয়ে চলছে পুরোনো কায়দায়।

সরেজমিনে দেখা গেছে, মাইজদী পৌর বাজারের পোলের পশ্চিম পাশে চারলেন সড়কের আয়তকারে পোল নির্মাণ করা হলেও বাস্তবে পশ্চিম পাশের খালটির পুরোটাই দখল করে সে স্থলে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন। খাল দখল করে বহুতল ভবন নির্মাণের ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত পোলটিও এখন আর কোন কাজে আসছে না বলে জানান স্থানীয়রা।

[caption id="attachment_416281" align="alignnone" width="1415"] ছবি: নোয়াখালী প্রতিনিধি[/caption]

জানা যায়, জেলার দু’জন বিশিষ্ট ঠিকাদার ইসমাইল মিয়া ও গোলাম জিলানী দিদার নিজেদের প্রভাব, প্রতিপত্তি ও রাজনৈতিক শক্তি মত্তার বলয়ের ওপর ভর করে প্রকাশ্য দিবালোকে সরকারি খাল দখল করে হয়েছেন এ ভবনের মূল কারিগর। অবশ্য, তারা ভবনের জায়গাটি গণপূর্তের বলে দাবি করেন।

তবে, গণপূর্ত বিভাগ কাউকে কোন বন্দোবস্ত দিয়েছেন বলে জানাতে পারেননি নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব। তিনি বলেন, আমি তো এসেছি ৯/১০ মাস হয়েছে। আমার সময়ে কোন বন্দোবস্ত হয়নি। তবে খোঁজ নিয়ে দেখে জানাবো, আসলে ওই জায়গাটি বন্দোবস্ত দেয়া হয়েছে কিনা।

স্থানীয়রা বলেন, যদি তাও হয়! সে স্থলেও গণপূর্তের জায়গায় ভবনের নামে ছাগলমারা খালটি দখলের কোন কারণ সমীচীন নয়।

স্থানীয়রা বলেছেন, ইতোপূর্বে স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীকে ভুল বুঝিয়ে খালটি দখল করে আইডি ভবনের নামে ফলক উন্মোচন করা হয়েছে। তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য আইডি ভবনের ফলক উন্মোচন করায় ভয়েও কেউ প্রতিবাদের সাহস দেখাননি।

স্থানীয়রা জানান, খালটিতে পানি চলাচলের পথ পুরোটাই বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করায় সামান্য বৃষ্টি হলেই আল ফারুক একাডেমিসহ আশেপাশের বাসা বাড়িগুলো পানিতে একাকার হয়ে যায়। পানি নিষ্কাশনে বাধা থাকায় গতকাল (সোমবার) রাত থেকে মাত্র ১২ ঘন্টার হালকা বৃষ্টিতে শহরের ড্রেনগুলোতে পানি জমাট বেঁধে গেছে।

এ বিষয়ে নোয়াখালী পৌরসভার মেয়র আলহাজ্ব সহিদ উল্যাহ খাঁন সোহেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ছাগলমারা খালটি আবারো সংস্কারের পরিকল্পনা রয়েছে। খালের কোন অংশ কেউ দখল করলেও জনস্বার্থে পানি চলাচলের পথ রুদ্ধ করার অধিকার কারো নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App