×

সারাদেশ

পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৪:৫৪ পিএম

পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি

ছবি: ভোরের কাগজ

বান্দরবানে থানচি উপজেলার পর্যটনের আপার সম্ভাবনা উপজেলা হিসেবে খ্যাত বিভিন্ন জায়গা জায়গা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, অপরিপক্ক মূল্যবান গাছ কাটা, বিভিন্ন ঝিরি-ঝর্ণায় বেপরোয়া বোল্ডার পাথর বালির উত্তোলন, অপরিকল্পিত জুম চাষের আগুন, ইটভাটায় লাকরী ব্যবহার ও চিমনি রাখা, পলিথিন ব্যবহার, যত্রতত্র স্যানিটেশন ব্যবহার, তামাক চাষ, কীটনাশক ব্যবহারসহ খাল, ঝিরি ও নদীর পানির শুকিয়ে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে বলে ধারণা করছেন।

বুধবার (১৫ মার্চ) সকালের স্থানীয় মেঘবর্তী রিসোর্ট সেন্টারের হল রুমে অনুষ্ঠিত পরিবেশ রক্ষা শীর্ষ কর্মশালা উপস্থিত অতিথিরা এই মতামত ব্যক্ত করেন। জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশের সিপিপি-সিএইচপি-২ প্রকল্পের কর্মকর্তাদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পরিবেশ রক্ষায় করণীয় হিসেবে সুপারিশের মধ্যে তামাক চাষ বন্ধ করা, অপরিপক্ক গাছ না কাটা, বৃক্ষ রোপণ, পাথর বালির সংরক্ষণ, ইটভাটায় লাকরীর বদলে কয়লা ব্যবহার, পরিকল্পিতভাবে পাহাড়ের জুম চাষে নতুন পদ্ধতি অবলম্বন, পাহাড় কাটা বন্ধ, কীটনাশক ব্যবহারের নিষেধ, বিভিন্ন ঝিরি-ঝর্ণার বিশুদ্ধ পানীয় সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেয়ার জরুরি বলে মনে করেন।

মেঘবর্তী রিসোর্ট সেন্টারে দিনব্যাপী পরিবেশ রক্ষায় কারণীয় শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোজাহিদ হোসেন, কারিতাসের মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ ও উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিদ দাশ গুপ্ত, থানচি কলেজের প্রভাষক লিটন ত্রিপুরা, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, মহিলা বিষয়ক অধিদপ্তরে অফিস সহকারী ইমরান হোসেন, সমাজসেবা অধিদপ্তরে অফিস সহায়ক মেনথাং ম্রোসহ সাংবাদিক, এনজিও কর্মকর্তা, কারবারী, স্কুল কলেজের শিক্ষার্থীসহ ৪০ জন অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App