×

সারাদেশ

রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১২:০৭ পিএম

রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

রাজশাহী থেকে সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (১২ মার্চ) রাত ১২টা ১০মিনিট থেকে রাজশাহীর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। স্টেশন থেকে ছেড়ে গেছে ধুমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেস। ঢুকছে মধুমতি এক্সপ্রেস।

রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 তিনি বলেন, রাত ১২টা ২০ মিনিটের পর থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী রেলস্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এখন পর্যায়ক্রমে আটকে পড়া ট্রেনগুলো রাজশাহী থেকে চলাচল শুরু করবে। এই বিলম্ব কাটতে দুই থেকে ৩ দিন সময় লাগবে। পর্যায়ক্রমে বিলম্ব কমে যাবে। আমাদের নির্দেশনা দেয়া হচ্ছে সঠিক সময়েই ট্রেন পৌঁছাতে। আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে।

এর আগে রবিবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী রেলস্টেশন সংলগ্ন চারুকলা অনুষদের কাছে রেললাইনে অগ্নিসংযোগ করে। এরপর থেকে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জেরে রেললাইনে অগ্নিসংযোগ করে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে চারুকলা অনুষদের দিকে যান। আটটার দিকে চারুকলা অনুষদ থেকে বাশ ও কাগজের তৈরি পুতুল বা ডামি নিয়ে এসে রেললাইনের উপর জ্বালিয়ে দেয় তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App