×

সারাদেশ

১৬ বছর পর রাষ্ট্রদ্রোহ মামলার আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০২:৪৩ পিএম

১৬ বছর পর রাষ্ট্রদ্রোহ মামলার আসামি গ্রেপ্তার

এমদাদ উল্যাহ। ফাইল ছবি

১৬ বছর পর এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ নামে রাষ্ট্রদ্রোহ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকার এন্টি টেররিজম ইউনিট ও সোনাগাজী মডেল থানা পুলিশ ।

শুক্রবার (১০ মার্চ) সকালে ফেনী শহরের বিজয় সিংহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি এমদাদুল সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারি গ্রামের সামছুল হকের ছেলে ও নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদ(হুজি) এর কেন্দ্রীয় সদস্য।

পুলিশ জানায়, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ঘটনায় ২০০৭ সালের ৫ এপ্রিল বরিশাল কোতয়ালী থানায় র‍্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন। এছাড়াও তার বিরুদ্ধে জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক মামলা রয়েছে ।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, শনিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App