×

সারাদেশ

মায়ের অপেক্ষায় কাঁদছে কুড়িয়ে পাওয়া শিশুটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০৩:১৯ পিএম

মায়ের অপেক্ষায় কাঁদছে কুড়িয়ে পাওয়া শিশুটি

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুর শাহ সৈয়দ আহমেদ গেছু দারাজ (রহ.) এর মাজারে আনুমানিক দুই বছর বয়সি এক শিশু পাওয়া গেছে। শিশুটি গত দু’দিন ধরে তারা বাবা-মায়ের কথা বলে কান্নাকাটি করছে। তাকে সান্তনা দিয়েও রাখা যাচ্ছে না।

আখাউড়া উপজেলা প্রশসানে কর্মরত মো. আমজাদ হোসেন জানান, সোমবার দুপুরে শিশুটিকে পাওয়া যায়। মেয়ে শিশুটির বয়স আনুমানি দুই বছর। মাজারে দায়িত্বরত নারীদের কাছে ওই শিশুকে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকেও অবহিত করা হয়েছে। খাবার কিনে দেয়ার ব্যবস্থাও করেছে। কিন্তু শিশুটি বেশ কান্নাকাটি করছে তার বাবা-মায়ের জন্য।

মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, নারীরা যেখানে দোয়া পড়েন সেখানে শিশুটিকে কেউ ফেলে রেখে যায় বা শিশুটি হারিয়ে গেছে। সেখানে দায়িত্বরত নারীরা শিশুটিকে লালন পালন করছেন। তবে শিশুটি অনেক কান্নাকাটি করছে। সে শুধু মাকে ডাকছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App