×

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৫:৪৬ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী

ছবি: ভোরের কাগজ

কক্সবাজার উখিয়ায় ১১ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, আর্মড পুলিশ, পুলিশ ও ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।

রবিবার (৫ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে মরা গাছতলা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ এমদাদুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর একটি টিম, পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কাজ করছে। এছাড়া স্থানীয়রাও আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছেন।

পালংখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, ঘণ্টাখানেক চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা জানিয়েছে-বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, এপিবিএন, দমকল বাহিনীসহ সাধারণ রোহিঙ্গা এবং স্থানীয়রাও। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App