×

সারাদেশ

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহত বেড়ে ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ০৫:৪৫ পিএম

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহত বেড়ে ৬

ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহত বেড়ে ৬

ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহত বেড়ে ৬

ছবি: ভোরের কাগজ

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহত বেড়ে ৬

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কদম রসুল (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।  এতে ছয়জন নিহত ও অন্তত ১০০ জনের অধিক দগ্ধ হয়েছেন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের ৯টি ইউনিট। এছাড়া আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে একজনের নাম শামসুল আলম। তার বয়স আনুমানিক ৪০। অন্যদের নাম জানা যায়নি। অন্যদিকে, আহতদের মধ্যে প্রাথমিকভাবে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ১. মো. নূর হোসেন (৩০), ২. মো. আরাফাত (২২). ৩. মোতালেব (৫২), ৪. ফেনসি (৩০), ৫. মো. জসিম উদ্দিন (৪৫), ৬. নারায়ণ (৬০), ৭. মো. ফোরকান দাদা বয়স (৩৫), ৮. শাহরিয়ার (২৬) ৯. মো. জাহিদ হাসান (২৬)। [caption id="attachment_411499" align="alignnone" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption] স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অক্সিজেন প্ল্যান্টটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণের সময় প্ল্যান্টের ভেতর লোকজন ছিল। বিস্ফোরণে কারও কারও দেহের বিভিন্ন অংশ উড়ে যায়। কয়েকজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন। তিনজনের মরদেহ দেখতে পাওয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটসহ মানবিক সংগঠন গাউছিয়া কমিটির উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তবে বিস্ফোরণের কেন্দ্রস্থলে এখনো তারা পৌঁছাতে পারেননি। এদিকে, সোনাচরি ইউপি চেয়ারম্যান মুনির আহমেদ জানান, বিস্ফোরণের সময় ঘটনানস্থল থেকে এক কিলোমিটার দূরে সামছুল আলম নামের এক ব্যক্তির মাথায় লোহা জাতীয় দ্রব্য উড়ে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। [caption id="attachment_411488" align="alignnone" width="1300"] ছবি: সংগৃহীত[/caption] মানবিক টিম গাউছিয়া কমিটির প্রধান আলী সিদ্দিকী বলেন, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শতাধিক শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে ঘটনাস্থলে সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত অনেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ভেতরে এখনো অনেকে আছেন। তাদেরকে উদ্ধারে কাজ চলছে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করে বলেন, সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখনও বিস্তারিত জানতে পারিনি। [caption id="attachment_411500" align="alignnone" width="1916"] ছবি: ভোরের কাগজ[/caption] সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদৎ হোসেন ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, এই বিস্ফোরণে নিহত পাঁচজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আরেকজনের মরদেহ ভাটিয়ারির বিএসবিএ হাসপাতালে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App