×

সারাদেশ

চতুর্থ দিনের মত কর্মবিরতিতে খুলনায় চিকিৎসক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১২:৫২ পিএম

চতুর্থ দিনের মত কর্মবিরতিতে খুলনায় চিকিৎসক

ছবি: সংগৃহীত

ভোগান্তিতে রোগীরা

খুলনার একটি হাসপাতালের চিকিৎসক শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলা চালায় পুলিশ। এ ঘটনায় পুলিশের এএসআই নাইমকে গ্রেপ্তারের দাবিতে শনিবার চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এদিকে চার দিন ধরে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে অসহায় হয়ে পড়েছেন রোগীরা। প্রতিনিয়ত বেড়েই চলেছে সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে রোগীদের ভোগান্তি।

এ পরিস্থিতির মধ্যে শনিবার (৪ মার্চ) চিকিৎসকরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশ ও সাধারণ সভা পালন করছেন। অপরদিকে রোগীদের ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন করছে নাগরিক সমাজ।

খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘চিকিৎসকদের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। দুপুর পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দলের সঙ্গে আবারও বৈঠক হবে। এর মধ্য দিয়েই একটি সমাধান বের হতে পারে।’

খুলনা নাগরিক সমাজ নেতা অ্যাডভোকেট বাবু কে হাওলাদার বলেন, ‘হাসপাতাল ও ক্লিনিকে রোগী ভোগান্তি নিরসনের দাবিতে ৪ মার্চ বেলা ১টার দিকে শিববাড়ি মোড়ে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হবে।’

কলোরোয়া থেকে স্ট্রোক রোগী সাজেদা বেগমকে (৭০) নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা আকলিমা বেগম বলেন, ‘মা স্ট্রোক করেছেন। তার ডায়াবেটিকস, হাইপ্রেসার রয়েছে। গত চার দিন এখানে রয়েছি। এই সময়ে বড় ডাক্তার আসেনি। নার্সরা আসছেন। মা মাঝে-মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন। চার দিন বসে আছি। আর কয়দিন বসে থাকবো জানি না।’

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল শুক্রবার বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে বৈঠক শেষে বলেন, ‘জরুরি সেবা চলছে। ইনডোর সেবা চলছে। ডাক্তাররা হাসপাতালে আছেন। অপারেশন হচ্ছে। হাসপাতালে কোনও ধরনের সমস্যা নেই। তাহলে চিকিৎসকদের কর্মবিরতি থাকে কী করে?’

উল্লেখ্য, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ১ মার্চ সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। যা এখনও চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App