×
Icon এইমাত্র
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলার শুনানি চলছে

সারাদেশ

মিরসরাইয়ে পুকুরের মাটি বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৯ পিএম

মিরসরাইয়ে পুকুরের মাটি বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিনা অনুমতিতে পুকুরের মাটি কেটে বিক্রি করায় মো. নুরুল বারী নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ দরগাপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

জানা গেছে, স্থানীয় মো. নুরুল বারী বিনা অনুমতিতে পুকুরের মাটি কাটার পাশাপাশি সেই মাটি ট্রাক দ্বারা বিভিন্ন জায়গায় বিক্রি করে। মাটি পরিবহন করে উক্ত এলাকায় সদ্য নির্মিত সড়কের ব্যাপক ক্ষতিসাধন করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, বিনা অনুমতিতে মাটি কাটায় উক্ত পুকুরের মালিক মো. নুরুল বারীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তার কর্মকাণ্ডের জন্য সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় মিরসরাই থানা পুলিশ এবং আনসার বাহিনী সহায়তা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App