×

সারাদেশ

পরীক্ষায় অংশ গ্রহণ না করেও বৃত্তি পেল সুস্মিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৮ পিএম

পরীক্ষায় অংশ গ্রহণ না করেও বৃত্তি পেল সুস্মিতা

ছবি: ভোরের কাগজ

পটুয়াখালীর গলাচিপায় ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ না করেও উপজেলার সুতাবাড়িয়া সারকেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুস্মিতা নামের একটি মেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এ ব্যাপারে সুতাবাড়িয়া সারকেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব হোসেন জানান, আমার বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় তিনজন অংশ গ্রহণ করার কথা রয়েছে।সুতাবাড়িয়া গ্রামের ৩নং ওয়ার্ডের শিবু পালের মেয়ে সুস্মিতা বৃত্তি পরীক্ষার সময় তার শরীরে গুটি বসন্ত উঠায় সে আদৌ পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি। পরীক্ষার ফলাফল শিটে সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার রোল নং ৫২১। সুস্মিতা জানান, আমি অসুস্থতার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এ ফলাফল সঠিক নয়। গলাচিপায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফলে গলাচিপা উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬০ জন আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ১২৭ জন। এ ব্যাপারে গলাচিপা উপজেলার শিক্ষা অফিসার মো. মীর রেজাউল ইসলাম ভোরের কাগজক প্রতিনিধিকে জানান, আপনার মাধ্যমে এ বিষয়টি জেনেছি তবে এ ব্যাপারে তাৎক্ষণিক আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল জনান, গলাচিপায় বৃত্তি পরীক্ষার ফলাফল অপ্রত্যাশিত। তবে যে মেয়েটি পরীক্ষায় অংশ গ্রহণ না করে ফলাফল বেরুচ্ছে তা ক্ষতিয়ে দেখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App