×

সারাদেশ

চিরিরবন্দরে প্রকাশ্যে ধূমপান করায় জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৪ পিএম

চিরিরবন্দরে প্রকাশ্যে ধূমপান করায় জরিমানা

ছবি: ভোরের কাগজ

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় প্রকাশ্যে ধূমপান করার তিন পথচারীকে ৭০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৬ ফ্রেব্রুয়ারি) বিকাল ৩ টার সময় চিরিরবন্দর ঘুঘুরাতলী মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: খালিদ হাসান।

জানা গেছে, ধূমপান ও তামাক দ্রব্য আইন ২০০৫ এর আওতায় প্রকাশ্যে ধুমপান করায় মামুনুর রশীদ(৫২)কে ৩০০ টাকা , সোহাগ (৩০) কে ২০০ টাকা ও বাবুল হোসেন (৩০) ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকায় ও বইয়ের দোকানে অবৈধ ভাবে গাইড বই বিক্রি করায় মোট ৯ টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় ।

উপজেলা নির্বাহী অফিসার মো: খালিদ হাসান বলেন, স্কুল মোড়ে বাজারে জনসম্মুখে প্রকাশ্যে ধূমপান করার তিন জনকে জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা ও অবৈধ ভাবে বইয়ের দোকানে গাইড বই বিক্রি করায় জরিমানা আদায় করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App