×

সারাদেশ

দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৮ এএম

দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে

ছবি: ভোরের কাগজ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, ধর্মের নাম করে অন্য ধর্ম ও বর্ণের উপর হামলাকারী সাম্প্রদায়িক শক্তিকে আওয়ামী লীগ বরদাস্ত করে না। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করছি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী মতুয়া মহাসম্মেলন ও ভিক্ত মিলন উৎসবের শেষদিনে যোগ দিয়ে এসব কথা বলেন ফরিদপুর-১ আসনের সাবেক এই এমপি।

শতশত হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষদের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, ধর্ম যার যার-উৎসব সবার। বর্তমান সরকারের আমলে সকলেই যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারছে। আপনারও এখানে খুব সুন্দর ভাবে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠান পরিচালনা করছেন। আপনাদের যেকোন সমস্যায় পাশে থাকবে।

বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা আরো বলেন, দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও উন্নয়নের ছোয়া লেগেছে। উন্নয়নের এই অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’

এ সময় ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, সাবেক মেয়র সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, ডা. সুমন রায়, আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App