×

সারাদেশ

থানচিতে ফের ৪৫ একর পপি খেত ধ্বংস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৪ পিএম

থানচিতে ফের ৪৫ একর পপি খেত ধ্বংস

ছবি: ভোরের কাগজ

থানচিতে ফের ৪৫ একর পপি খেত ধ্বংস

ছবি: ভোরের কাগজ

থানচিতে ফের ৪৫ একর পপি খেত ধ্বংস

ছবি: ভোরের কাগজ

থানচিতে ফের ৪৫ একর পপি খেত ধ্বংস

ছবি: ভোরের কাগজ

বান্দরবানে থানচির গহীন অরণ্যে অভিযান চালিয়ে ৪৫ একর নিষিদ্ধ মাদক দ্রব্য পপি খেত ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার ২ নং তিন্দু ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কোঅং খুমিপাড়া এলাকায় অভিযান চালিয়ে করে এ পপি খেত ধ্বংস করা হয়।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম পিএসসি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের একটি বিশেষ দল। অভিযানে গহীন অরণ্যের কোঅং খুমিপাড়া এলাকায় ২০টি টিলায় ৪৫ একর পপি খেত পুড়িয়ে দেয়া হয়েছে।

[caption id="attachment_409541" align="alignnone" width="1602"] ছবি: ভোরের কাগজ[/caption]

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি হতে ২৩ ফেব্রুয়ারি মাসব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোয়ানরা ৫ দফা অভিযান চালিয়ে প্রায় শতাধিক একর পাহাড়ি জমির (টিলায়) ব্যাপক পরিমাণ নিষিদ্ধ পপি খেত ধ্বংস করেছে। এর মধ্যে থানচি উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে ২নং তিন্দু ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডে গত ২৪ জানুয়ারি হতে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে ৫ দফা অভিযান চালিয়ে এ পর্যন্ত শতাধিক একর পাহাড়ি ভূমিতে জুম চাষের আড়ালে করা নিষিদ্ধ মাদক দ্রব্য পপি খেত ধংস করে পুড়িয়ে দিয়েছে বিজিবি।

[caption id="attachment_409542" align="alignnone" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption]

যোগাযোগ করা হলে ২নং তিন্দু ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ক্রানিঅং মারমা সাংবাদিকদের জানান, তিন্দু এলাকায় এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি নিষিদ্ধ আফিম আসক্ত হয়েছেন। আফিম সেবন না করলে তাদের চলে না। নিজেরা সেবনের জন্য জুম চাষের আড়ালে নিষিদ্ধ মাদক দ্রব্য পপি চাষের ঝুঁকছেন। পপি থেকে বিভিন্ন প্রক্রিয়ায় আফিম হয়। আফিম নিজেরা সেবন ও অন্য জায়গায় বিক্রি করে তারা লাভবান হচ্ছে। তিনি আরো বলেন, এক টানা অভিযান চালিয়ে সকল পপি খেত করে ধ্বংস করা প্রয়োজন। তাহলে এ এলাকার সাধারণ মানুষের জীবন যাত্রা স্বাভাবিক হয়ে আসবে।

[caption id="attachment_409543" align="alignnone" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App