×

সারাদেশ

কিশোরগঞ্জের হাওড়ে নির্মিত হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫০ পিএম

কিশোরগঞ্জের হাওড়ে নির্মিত হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হাওড়ে নির্মিত হচ্ছে ১৫ কিলোমিটার দীর্ঘ স্বপ্নের উড়াল সড়ক। প্রকল্পটিতে ব্যয় হবে ৫ হাজার সাড়ে ৬০০ কোটি টাকা। এটি বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের পাশাপাশি হাওড়ের মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির সঙ্গে বিকশিত হবে পর্যটন শিল্প।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার অলওয়েদার সড়কের জিরো পয়েন্ট থেকে শুরু করে নবনির্মিত মিঠামইন সেনানিবাস ও নিকলী হয়ে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত হাওড়ের ওপর দিয়ে নির্মাণ করা হচ্ছে ১৫ দশমিক ৩১ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক। জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের নাকভাঙ্গা মোড় থেকে মরিচখালি বাজার পর্যন্ত ১৩ দশমিক ৪০ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে।

প্রকল্পে থাকছে ১ হাজার ২৩০ মিটার দৈর্ঘ্যের দুটি সেতু, ১৩টি টোল প্লাজা, টোল মনিটরিং ভবন, চেক পোস্ট, ১৩ কিলোমিটার সাবমারসিবল সড়ক, শোধনাগারসহ ৪টি ডিপ টিউবওয়েল, ৪টি ফুটওভার ব্রিজ, ৪০ হাজার ৪৬৮ বর্গমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড ও ৮ হাজার ২২৪ বর্গমিটার বাসস্টপ নির্মাণ কাজ। এ জন্য ১৫১ একর ভূমি অধিগ্রহণ করা হবে।

হাওড় এলাকার সঙ্গে কিশোরগঞ্জ জেলা সদরসহ ঢাকা, সিলেট ও অন্যান্য জেলার সঙ্গে সারা বছর সরাসরি নিরবচ্ছিন্ন চলাচলের জন্য নির্মিত হচ্ছে এই উড়াল সড়ক।

হাওড়বাসীর আশা, প্রকল্পটি বাস্তবায়ন হলে শেষ হবে দীর্ঘদিনের বিড়ম্বনা। খুলবে সম্ভাবনার দ্বার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App