×

সারাদেশ

যথাযোগ্য মর্যাদায় ঝিকরগাছায় শহীদ দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৫ পিএম

যথাযোগ্য মর্যাদায় ঝিকরগাছায় শহীদ দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

যশোরের ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ঝিকরগাছা সরকারি এমএল হাইস্কুলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন।

এরপরই পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ঝিকরগাছা উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা পুলিশ, স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ঝিকরগাছা প্রেসক্লাব, জাগরণী সংসদ, সরকারি এম.এল মডেল হাই স্কুল, ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাই স্কুল, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সম্মিলনী বালিকা বিদ্যালয়, শহীদ আবু বকর স্মৃতি পাঠাগার, মুক্তিযোদ্ধা সংসদ।

এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরপ্রধানগণও শ্রদ্ধা নিবেদন করেন। ২১ ফেব্রুয়ারি সকাল হতেই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা অনু্ষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের মুক্তমঞ্চে বাংলা কবিতা আবৃতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App