×

সারাদেশ

সুনামগঞ্জে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১০ পিএম

সুনামগঞ্জে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ছবি: ভোরের কাগজ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদমিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পকস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। পরে একে একে মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, বিচার বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. সেলিম আহমদ, জেলা বিএনপি, সিভিল সার্জনের কার্যালয়, সদর উপজেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি), পরিবার পরিকল্পনা বিভাগ, আনসার ভিডিপি ও জেলা তথ্য অফিস। পরে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

[caption id="attachment_408788" align="alignnone" width="1389"] ছবি: ভোরের কাগজ[/caption]

এছাড়া তাহিরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন, কবিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনগুলো, উপজেলার ৭ ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসা প্রভাত ফেরীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করে।

পরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান রনির সঞ্চালনায় বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা খানম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ ইফতেখার হোসেন, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশার প্রমুখ।

[caption id="attachment_408790" align="alignnone" width="1458"] ছবি: ভোরের কাগজ[/caption]

মুক্তিযোদ্ধের সাব সেক্টর টেকেরঘাটে প্রভাত ফেরী ও মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্বে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অপর্ণ করেন উপজেলা মৎস কর্মকর্তা মো. ইউসুফ আলী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আবুল হোসেন খান, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার রৌজ আলী, টেকেরঘাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আলম, দৈনিক ভোরের কাগজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন শাহ্, টেকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শফিকুল ইসলাম প্রমুখ।

একই সময়ে প্রভাত ফেরী ও পুষ্পস্তবক অপর্ণ করেন বড়ছড়া, চারাগাও, বাগলী শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. আবুল হাশেম ভুইয়া, মো. আবুল হাসনাত মিয়া, মো. আমিনুল হক, সহকারি রাজস্ব কর্মকর্তা মো. নাজমুল হক, মো. আব্দুল ওয়াদুদ, মো. জহিরুল ইসলাম প্রমুখ।

অপরদিকে উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাটে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে। বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, বাদাঘাট সরকারি কলেজ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, বাদাঘাট রহমানিয়া আওয়ামী দাখিল মাদ্রাসা, আইডিয়াল ভিশন একাডেমী, বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রসহ বিভিন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো।

[caption id="attachment_408791" align="alignnone" width="1499"] ছবি: ভোরের কাগজ[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App