×

সারাদেশ

আমরা সবার জন্য রাষ্ট্রধর্ম নিশ্চিত করতে পারিনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪১ পিএম

আমরা সবার জন্য রাষ্ট্রধর্ম নিশ্চিত করতে পারিনি

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের কর্ণফুলীতে হিন্দু-বৌদ্ধ-খৃিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে দেশ বরেণ্য বুদ্ধিজীবী কবি আবুল মোমেন বলেছেন, স্বাধিকার আন্দোলন, রাজনৈতিক শ্লোগান সব খানে দিয়েছি। কিন্তু মানুষের মনে তা বপন করতে পারিনি। স্বাধীনতার ৫০ বছর পরও মানুষ দেশ ত্যাগ করছে, দেশ ত্যাগের সংখ্যা কোন সময় কম আবার কোন সময়ে বেশি হলেও কখনো বন্ধ হয়নি। ৭১ সালে যুদ্ধে আমরা কে কোন ধর্মের তা যাছাই করিনি, দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি। কিন্ত ৭৫ পরবর্তী সময়ে এদেশে সাম্প্রদায়িক শক্তি জেগে উঠে।

তিনি আরো বলেন, আমরা সবার জন্য রাষ্ট্র ধর্ম নিশ্চিত করতে পারিনি, যেখানে ধর্মীয় উৎসবে এখনো হামলা হয়, মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে সেখানে কিভাবে আমরা মনে করব দেশ ধর্ম নিরপেক্ষ?

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলার ফকিরিনির হাট এলাকায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র দাশের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। প্রধান বক্তা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এড. প্রদীপ কুমার চৌধুরী।

সদস্য সচিব রাখাল চন্দ্র নাথের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, দক্ষিণ জেলা হিন্দু-বৌদ্ধ-খৃিস্টান ঐক্য পরিষদের তাপস হোড়, সহ সভাপতি এড. চন্দন বিশ্বাস, সুভাষ চৌধুরী, যুগ্ন সম্পাদক তাপস কান্তি দত্ত, তাপস কুমার দে, রাজীব দাশ ও সমন্বয়ক রাম চন্দ্র দাশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App