×

সারাদেশ

আদালতের ‘জটিলতা’ সমাধান করলেন আইনমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৫ পিএম

আদালতের ‘জটিলতা’ সমাধান করলেন আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে চলতে থাকা আইনজীবীদের আদালত বর্জন কর্মসুচি পালনের পর অবশেষে সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে কাজে যোগ দিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়াতে পা রাখতেই দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান হয়ে গেল!

রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিচারক ও আইনজীবীদের সঙ্গে কথা বলার পরপই বিষয়টির সুরাহা হয়।

জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের অপসারণ ও জজ আদালতের নাজির মমিনুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আইনজীবীরা আদালত বর্জন কর্মসুচি পালন করছেন। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ কর্মসূচি চলার কথা ছিল।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে এসে আইনমন্ত্রী সার্কিট হাউজে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। আলোচনা শেষে তিনি জানান, সোমবার থেকেই আইনজীবীদের কর্মসূচি প্রত্যাহার হবে।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। সোমবার সাধারন সভায আলোচনা করে কর্মসূচি প্রত্যাহারের কথা জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App