×

সারাদেশ

দাউদকান্দিতে ত্রিবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৭ পিএম

দাউদকান্দিতে ত্রিবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ স্কাউটস দাউদকান্দি উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অব. সুবিদ আলী ভূইয়া এমপি বলেন, স্কাউটিং যুব সম্প্রাদায়ের জন্য শিক্ষামূলক একটি সামাজিক আন্দোলন, যার প্রধান উদ্দেশ্য যুবকদের  আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান করা। স্কাউটিংয়ের মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার প্রয়াস লাভ করে। তাই স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে  যুবকদের স্কাউটিংয়ে যোগদান করাতে উৎসাহিত করতে হবে।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেসনে প্রধান অতিথি আগের কমিটি বিলুপ্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানকে সভাপতি ও দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনকে সম্পাদক নির্বাচিত করে তিন বছর মেয়াদী  কমিটি ঘোষণা করেন।

সভায় উপস্থিত  ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ,  দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, জেলা কাব লিডার আবদুল আওয়াল মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান, প্যানেল মেয়র রকিব উদ্দিনসহ স্কাউটসের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার শিক্ষকরা। সভা পরিচালনা করেন উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক প্রাণ কৃষ্ণ আচার্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App