×

সারাদেশ

তীব্র শীত, ভোগান্তিতে হাতীবান্ধা-পাটগ্রামের মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ১১:৫৩ এএম

তীব্র শীত, ভোগান্তিতে হাতীবান্ধা-পাটগ্রামের মানুষ

ছবি : ভোরের কাগজ

তীব্র শীত, ভোগান্তিতে হাতীবান্ধা-পাটগ্রামের মানুষ
তীব্র শীত, ভোগান্তিতে হাতীবান্ধা-পাটগ্রামের মানুষ

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার গত ২ দিন থেকে ঘন কুয়াশায় শীতের মাত্রা অনেকটা বেড়ে গেছে। উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তিস্তার চর অঞ্চলে শীতের প্রকোপ অনেকটা বেশি, প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে প্রতিনিয়ত ছোট, বড় নানা ধরনের দুর্ঘটনা রাস্তাঘাটে ঘটেই চলেছে।

 

রবিবার (১ জানুয়ারি) সকাল থেকে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার আঞ্চলিক সড়ক গুলোতেও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ও ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে।

জরুরি প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে তেমন লোকজনের দেখা মিলছে না। হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের দিনমজুর নবী উদ্দিন গেন্দাসু , টাংগুরা , হাতীবান্ধা রেল স্টেশনের স্বল্প আয়ের চা দোকানি হাবিবুল্লা ও ফজলু বিক্রির অভাবে পুঁজি ভেঙে খাচ্ছেন বলে এ প্রতিনিধিকে জানান । শিংগীমারী গ্রামের দিনমজুর সুশান্ত বর্মণ কাজে যেতে পারছেন না । প্রচণ্ড ঠান্ডায় কাজে যেতে পারছে না। দিনের অধিকাংশ সময়েই কুয়াশা থাকছে। এ কারণে জরুরি প্রয়োজন আর অফিসগামীরা ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছেন না। আয় করতে না পারায় ভোগান্তিতে আছেন।

সকাল থেকে হঠাৎ করে ঘন কুয়াশায় ঢেকে যায় এবং তাপমাত্রা নেমে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও আবার দুপুরের পর থেকে তাপমাত্রা কমতে থাকে। সন্ধ্যার পর থেকেই কুয়াশা বাড়তে থাকে এবং তাপমাত্রা কমে আসতে শুরু করে।

সন্ধ্যায় পর থেকেই কুয়াশা বেড়ে যাওয়ায় রাতে শীতের মাত্রা বেড়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা অন্ধকারে পরিণত হচ্ছে। কয়েক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। তাই রাত যত গভীর হয় শীতের মাত্রা ততই বাড়ে। শীত নিবারণের জন্য লেপ তোষকের দোকানে ভিড় করছে মানুষ। কৃষকদের তাদের গরু-ছাগলকে চটের তৈরি চাদর দিয়ে শীতের হাত থেকে রক্ষা করতে দেখা গেছে।

শীত জনিত রোগে শিশুরা আক্রান্ত হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন। অন্যদিকে গৃহপালিত পশু লালন পালনে সমস্যার কারণ হয়েছে । অনেকেই আবার কর্মহীনতায় পড়েছেন। এসব এলাকায় সরকারি ভাবে বিভিন্ন সংস্থা শীতবস্ত্র বিতরণ করা হলেও তা একেবারে অপ্রতুল। এসব এলাকায় আরও শীতবস্ত্র বিতরণ জরুরি হয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App