×

সারাদেশ

শাল্লায় দুই পেশাদারি চোর জেল হাজতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৬:২০ পিএম

শাল্লায় দুই পেশাদারি চোর জেল হাজতে

পুলিশের হাতে গ্রেপ্তার দুই চোর। ছবি : ভোরের কাগজ

সুনামগঞ্জের শাল্লায় চুরির দায়ে দুই পেশাদারি চোরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে শাল্লা থানা পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) ওই দুই চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ওই দুই পেশাদারি চোর হলো, ছাতক উপজেলার মুক্তারপুর গ্রামের কুতুব উল্লার ছেলে লিয়াকত (৪৬) ও দিরাই উপজেলার জাহানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে নাসির উদ্দিন (৪৫)।

জানা যায়, গত ১৬ ডিসেম্বর রাতে শাল্লা উপজেলার সদর ইউপির আঙ্গারোয়া গ্রামের চারটি কৃষকের বাড়িতে চুরি করে তারা। পরে ওই গ্রামের সীতেশ দাস থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ২০ ডিসেম্বর দিরাই উপজেলার জাহানপুর ও ছাতক উপজেলার মুক্তারপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ওই দুই চোরকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সদর ইউপির আঙ্গারোয়া গ্রামের চারটি বাড়ির চুরি হওয়া মোবাইল, নগদ টাকা, গহনা ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। ২০ ডিসেম্বর গভীর রাতে আসামিদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App