×

সারাদেশ

রামগড়ে জালনোট প্রচলন প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৪:১২ পিএম

রামগড়ে জালনোট প্রচলন প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

খাগড়াছড়ির রামগড়ে বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ টাউন হলে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর সার্বিক সহযোগীতায় অগ্রণি ব্যাংক রামগড় শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণি ব্যাংক চট্টগ্রাম সার্কেলের মহা ব্যবস্থাপক মো: আবু হাসনাত তালুকদার ।

ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত। প্রধান আলোচক হিসেবে জাল নোটের বিষয়ে নির্দেশনা মূলক বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর যুগ্ন ব্যবস্থাপক মিন্টু কুমার বড়ুয়া।

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার এসপিও মো: মনজুরুল করিম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, অগ্রণি ব্যাংক রামগড় শাখা ব্যবস্থাপক হেফাজতুর রহমান ও স্থানীয় ব্যাংকের পক্ষে সোনালী ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব এবং জাল টাকা লেনদেনে জরিমানা ও শাস্তি সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণসহ সচেতনতামুলক আলোচনা করেন।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নরুল আলম আলমগীর সহ সরকারী-বেসরকারী ব্যাংকের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App