×

সারাদেশ

রহনপুর মুক্ত দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৫:১৭ পিএম

রহনপুর মুক্ত দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড রহনপুর মুক্ত দিবস পালন করে। দিবসটি উপলক্ষে, আনন্দ র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পন ও দোয়া পাঠ করা হয়। রবিবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় রহনপুর পৌর সভার আয়োজনে আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, সাবেক সাংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের (ভারপাপ্ত) সভাপতি জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা, রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান। উল্লেখ্য ১৯৭১ সালের ১১ ডিসেম্বর খুব সকালে লেফটেনেন্ট রফিকের নেতৃত্বে প্রায় ৩০-৩৫ জনের মুক্তিযোদ্ধাদের একটি দল বাঙ্গাবাড়ী থেকে রহনপুর অভিমুখে রওনা হয়। পথে আলিনগর এলাকার মুক্তিযোদ্ধারাও তাদের সঙ্গে যোগ দেন। এছাড়া মহানন্দা নদীর পেরিয়ে বোয়ালিয়া এলাকার মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশ করে। মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশের আগেই পাক সেনারা রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয়ে গড়ে তোলা সেনা ক্যাম্প গুটিয়ে ট্রেনযোগে পালিয়ে যায় এবং রহনপুর এলাকা হানাদার মুক্ত হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App