×

সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০৯:৩৪ এএম

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় ইঞ্জিন বিকল হয়ে যায় ট্রেনটি। বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার।

তিনি জানান, পার্শ্ববর্তী স্টেশনে যাত্রা বিরতি দেয়া বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন যুক্ত করে যমুনা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে আনা হয়। পরে ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। দুই মিনিট পর ৬টা ২৬মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।

তিনি আরো জানান, সামান্য দূর যেতেই আউটার সিগন্যালের কাছাকাছি পৌঁছা মাত্রই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহগামী বলাকা কমিউটার রাজন্দ্রেপুর স্টেশনে যাত্রা বিরতি করছিল। ট্রেনটির ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটি সচল করে শ্রীপুর স্টেশনে আনা হয়। ৭টা ৪০মিনিটে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু করে।

স্টেশন মাস্টার বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনটি এখন শ্রীপুর স্টেশনে আছে। বলাকা কমিউটারের ইঞ্জিন রাজন্দ্রেপুর স্টেশনে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App