×

সারাদেশ

আনোয়ারায় সিইউএফএলে আগুন, সার উৎপাদন বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ১২:৫১ পিএম

আনোয়ারায় সিইউএফএলে আগুন, সার উৎপাদন বন্ধ

ছবি: ভোরের কাগজ

আনোয়ারায় সিইউএফএলে আগুন, সার উৎপাদন বন্ধ
আনোয়ারায় সিইউএফএলে আগুন, সার উৎপাদন বন্ধ

আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) অ্যামুনিয়া প্লান্টে লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে সাময়িকভাবে সার উৎপাদন বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর ) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিইউএফএল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে সিইউএফএলে আগুনের খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় কাফকো, আনোয়ারা, চন্দনাইশ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

 

সিইউএফএল ফায়ার অ্যান্ড সেইফটি বিভাগ সূত্র জানায়, সিইউএফএলের প্রাইমারি রিফরমারি ওয়েস্টেস বয়লারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সিইউএফএলের নিজস্ব দুইটি ফায়ার ট্রাক আধঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানতে চাইলে ফায়ার অ্যান্ড সেইফটি বিভাগের ইনচার্জ আব্দুর রহমান।

এ বিষয়ে জিএম (অপারেশন) প্রদীপ কুমার নাথ বলেন, নিজস্ব ফায়ার ট্রাক দিয়ে আমাদের কর্মীরা আগুন দ্রুত নেভাতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতকাজ শেষে উৎপাদন পুনরায় শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App