×

সারাদেশ

কয়রায় বেড়িবাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০৪:৪২ পিএম

কয়রায় বেড়িবাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসি

আকর্ষিক ভাঙনে বাঁধের ২০০ মিটারের মত স্থান নদী গর্ভে বিলীন হয়েছে। ছবি: ভোরের কাগজ

খুলনার কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রামের খাশিটানা হারুন গাজীর বাড়ীর পাশে শাকবেড়িয়া নদীতে ভাটির টানে ওয়াপদা বেড়িবাঁধের আকর্ষিক ভাঙনে বাঁধের ২০০ মিটারের মত স্থান নদী গর্ভে বিলীন হয়েছে। তবে ওই সময় নদীতে ভাটি থাকায় লোকালয়ে পানি প্রবেশ করেনি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর রাতে ভাটির সময় ওয়াপদার বেড়িবাঁধে ভাঙন দেখে তাৎক্ষণিক স্থানীয়রা নিজেদের ঘরবাড়ি ও ফসল রক্ষা করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধের কাজ শুরু করে।

স্থানীয় বাসিন্দা জি এম মশিউর রহমান মিলন বলেন, ভোর রাতে শাকবেড়িয়া নদীতে ভাটির টানে আকর্ষিক ভাঙনে ২শ মিটারের মত নদী গর্ভে বিলিন হয়। তবে দ্রুত বাঁধ মেরামত না করলে দুপুরের জোয়ারে ঘর বাড়িসহ ফসলি জমি শাকবেড়িয়া নদীর পানিতে তলিয়ে যাবে।

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান বলেন, রাতের জোয়ারে বেড়িবাঁধে ফাটল ধরেছিলো, ভোর বেলা ভাটির টানে ২শ মিটারের মত নদীতে বিলিন হয়েছে। দুপুরের জোয়ারের পানি আটকানোর জন্য সকাল থেকে এলাকাবাসীর সহযোগিতায় রিংবাঁধের কাজ করে বিকল্প বাঁধ তৈরি করেছি।

খবর পেয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদারসহ সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত আছেন। পাউবোর সেকশন কর্মকর্তা লিয়াকত আলী বলেন, বিকল্প রিং বাঁধ তৈরি হয়েছে, বর্তমানে পানি প্রবেশের কোনো সম্ভাবনা নাই। দ্রুত বাঁধটি মেরামত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App