×

সারাদেশ

সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলামের দাফন সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০৫:১৭ পিএম

সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলামের দাফন সম্পন্ন

ছবি: ভোরের কাগজ

বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের হাজার হাজার মানুষের শ্রদ্ধায় বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও দক্ষিণজেলা বিএনপির সাবেক সভাপতি বাঁশখালীর জাফরুল ইসলাম চৌধুরীর জানাজা শেষে তার মা-বাবার কবররের পাশে দাফন করা হয়েছে। প্রথম জানাজা সকাল ১০ টায় জমিয়াতল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জানাজা বুধবার (৯ জুলাই) দুপুর ২ টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় (জলদী) মাঠে জানাজায় ইমামতি করেন চাম্বল বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল সাহেব। জানাজার পূর্বে জাফরুল ইসলাম চৌধুরীর পুত্র জহিরুল ইসলাম চৌধুরী ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পিতার কর্মময় জীবনের ভুলত্রুটি ক্ষমাপ্রার্থনা করেন। তার জীবনী নিয়ে আলোচনা করেন দলীয় নেতা মহেশখালী কুতুবদিয়ার সাবেক এমপি আলমগীর মাহফুজ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম, দক্ষিণজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল আলম মঞ্জু, কেন্দ্রীয় যুবদলের সদস্য এড. ইফতেখার হোসেন মহসিন, জসিম উদ্দীন, কৃষক দলের সভাপতি সাইফুদ্দীন ছিদ্দিকী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইন, চেয়ার¤্রান লেয়াকত আলী, সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, সাবেক চেয়ারম্যান ইব্রাহীম খলিল, মোঃ শাহজাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো.মহসিন, সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ, সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, আজিজুল হক ফারুকী, ফজলুল কাদের, রাসেল ইকবাল মিয়া প্রমুখ। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জাফরুল ইসলাম চৌধুরীর জানাজায় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ৮ নভেম্বর দুপুরে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতী নাতনী সহ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৫০ সালে ১৪ অক্টোবর বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬-১৯৯৭ সালে চেম্বার অব কমার্সের সভাপতি নির্বাচিত হন। ১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারী বাঁশখালী হতে বিএনপি প্রার্থী হিসাবে সাংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ এর ১২ জুলাই পুনঃরায় সাংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে ১ অক্টোবর নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিএনপি সরকার বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে ১৯ ডিসেম্বর আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি দক্ষিণজেলা বিএনপির আহ্বায়ক, ২০১০ সাল থেকে দীর্ঘ সময় ধরে দক্ষিণজেরা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে।

জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুর পর ১ম জানাজা অনুষ্ঠিত হয় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদ, ২য় জানাজা দুপুর ২ টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যারয়ের মাঠে এবং ৩য় বিকাল ৩ টায় জানাজা বাঁশখালী ডিগ্রী কলেজের মাঠে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App