×
Icon এইমাত্র
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলার শুনানি চলছে

সারাদেশ

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রীর জামিন নামঞ্জুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০৪:২৬ পিএম

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রীর জামিন নামঞ্জুর

ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তার

ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলার সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৬ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালতে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালতে ধামরাই থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।

এরআগে গত ৩ নভেম্বর বাবলী আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওইদিন এ মামলায় গ্রেপ্তার আরিফুল ইসলাম নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং শাহাদাৎ হোসেন নামে আরেক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত বুধবার (২ নভেম্বর) ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থেকে আরো চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই রাজু এবং হাবুলকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে ভুক্তভোগীরা মামলাও করেন। এই গরু চুরির মামলাগুলোর তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়। গরু চুরি যাওয়ার পর বাবলি আক্তারের হেফাজতে নেয়া হতো এবং তার হেফাজত থেকেই সব গরু বিক্রি হতো।

জানা যায়, বাবলি আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি। তিনি সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। এছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App