×

সারাদেশ

বঙ্গবন্ধু উদ্যানে অনুমতি পেল বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৮:১২ পিএম

বঙ্গবন্ধু উদ্যানে অনুমতি পেল বিএনপি

বরিশালের বঙ্গবন্ধু উদ্যান। ছবি: সংগৃহীত

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় গণমাধ্যমকে।

অনুমতি প্রসঙ্গে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক জানান, জেলা প্রশাসন তাদের গণসমাবেশ করার জন্য বেলস পার্ক ময়দান ব্যবহারের অনুমতি দিয়েছেন।

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শর্ত সাপেক্ষে বিএনপিকে বঙ্গবন্ধু উদ্যানে গণসমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শর্তের অন্যতম হচ্ছে, বঙ্গবন্ধু উদ্যানে নির্মিত স্থায়ী মঞ্চ ব্যবহার করতে পারবে না বিএনপি। স্থায়ী মঞ্চের চারদিকে ২০০ ফুট জায়গা খালি রাখতে হবে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, জেলা প্রশাসনের শর্ত মেনে বেলস পার্কে উত্তর-দক্ষিণমুখী মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। আমরা শুধুমাত্র বেলস পার্ক মাঠেই গণসমাবেশ করার অনুমতি চেয়েছিলাম।

জেলা প্রশাসন সূত্র জানায়, আগামী ৭ নভেম্বর প্রশাসনের বিশেষ কর্মসূচি পালিত হবে বঙ্গবন্ধু উদ্যানে। এজন্য শর্তসাপেক্ষে বিএনপিকে উদ্যান ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। বিএনপি জেলা প্রশাসনের শর্ত মেনে গণসমাবেশ করতে রাজি হয়েছে।

গত ২৩ অক্টোবর মহানগর বিএনপি বেলস পার্কে বিভাগীয় গণসমাবেশ করার জন্য জেলা প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করেছিল। বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ করবে। বরিশাল মহানগর বিএনপি এর আয়োজক।

এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরে গণসমাবেশ করেছে দলটি। গণসমাবেশ সফল করতে বিএনপি নেতারা সোমবার নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App