×

সারাদেশ

রংপুরে বিএনপির সমাবেশ শেষ, বাস চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১০:৫৪ পিএম

রংপুরে বিএনপির সমাবেশ শেষ, বাস চলাচল শুরু

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে এ গণসমাবেশ শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে।

সমাবেশ শেষে সরেজমিনে ঘুরে দেখা যায়, নগরীর মেডিক্যাল মোড়, বাস টার্মিনাল, সাতমাথা ও মডার্ন মোড় এলাকায় বাস চলাচল শুরু হয়েছে। সমাবেশে আসা বিএনপির নেতাকর্মীরা বাসে করে বাড়ি ফিরছে।

এর দুই দিন আগে হঠাৎ করে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় রংপুর মোটর মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীসহ বিএনপির নেতাকর্মীরা।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এবং রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক ও মাইক্রোবাস চলাচল বন্ধ ছিল। আজ সন্ধ্যার পর থেকে এসব যানবাহন আবার চলাচল শুরু করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App