×

সারাদেশ

শান্তিগঞ্জে র‍্যালি, আলোচনা সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১১:৪১ এএম

শান্তিগঞ্জে র‍্যালি, আলোচনা সভা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে শুরু হয় কমিউনিটি পুলিশিং দিবসের র‌্যালি

শান্তিগঞ্জে র‍্যালি, আলোচনা সভা

‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং দিবস, ২০২২ উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় থানা প্রাঙ্গণ থেকে কমিউনিটি পুলিশ দিবসের শুরু হয়ে একটি র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো থানার হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও দ্বিতীয় সারির কর্মকর্তা তপন কান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার, জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান বারী সুজন, জয়কলস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ জিসান রহমান নাবিক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, সাবেক চেয়ারম্যান রফিক খান, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এমসি মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, শান্তিগঞ্জ বাজার কমিটির সভাপতি রিপন তালুকদার, আওয়ামী লীগ নেতা রোটারিয়ান নিজাম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App