×

সারাদেশ

কেইপিজেডে ২০ শ্রমিক অজ্ঞান, কারখানায় আতঙ্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১২:১৪ এএম

কেইপিজেডে ২০ শ্রমিক অজ্ঞান, কারখানায় আতঙ্ক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে কর্ণফুলী সু ইন্ডাস্ট্রি লিমিটেডের একটি কারখানায় অন্তত ২০ জন শ্রমিক অজ্ঞান হয়ে পড়ার ঘটনা ঘটেছে। অজ্ঞান শ্রমিকদের তাৎক্ষণিক কারখানার নিজস্ব হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

বুধবার (২৬ আক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষের দাবি, প্যানিক ডিজঅর্ডারজনিত কারণে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন দিন আগে কর্মরত অবস্থায় একজন শ্রমিক অজ্ঞান হয়ে মারা যান। দুপুরে কারখানা চলাকালে ২০ ও ২১ নম্বর ফ্লোরে হঠাৎ ২০ জনের মতো শ্রমিক অজ্ঞান হয়ে পড়লে অন্যান্য শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ খবর স্থানীয়দের মাঝে দ্রুত ছড়িয়ে পড়লে কর্মরত শ্রমিকদের স্বজনেরা ভিড় করতে থাকেন।

এ প্রসঙ্গে এক শ্রমিক বলেন, শ্রমিকেরা কেউ কিছু বলতে পারছেন না। তবে গ্যাস বিস্ফোরণে অজ্ঞান হয়ে পড়ছেন বলে অনেকের ধারণা। স্থানীয়রা গ্যাস বিস্ফোরণের কথা বললেও তা নিশ্চিত হওয়া যায়নি।

কেইপিজেডের এজিএম মুশফিকুর রহমান বলেন, কয়েকদিন আগে একজন শ্রমিক কর্মরত অবস্থায় অজ্ঞান হয়ে হাসপাতালে মারা যান। আজও কয়েকজন শ্রমিক অসুস্থ হলে শ্রমিকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এটা চিকিৎসকেরা প্যানিক ডিজঅর্ডার রোগ বলছেন। অতিরিক্ত ভয়ের কারণে এ ঘটনা ঘটেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘শ্রমিকদের অজ্ঞান ও আতঙ্কের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App