×

সারাদেশ

ভোলায় গাছ চাপায় ৫ মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৩:৫৫ পিএম

ভোলায় গাছ চাপায় ৫ মৃত্যু

ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব। ছবি: ভোরের কাগজ

ভোলায় গাছ চাপায় ৫ মৃত্যু
ভোলায় গাছ চাপায় ৫ মৃত্যু
ভোলায় গাছ চাপায় ৫ মৃত্যু

ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে গাছের চাপায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মফিজুল ইসলাম (৬০), দৌলতখাঁনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিবি খাদিজা বেগম (৮০), লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাপুর গ্রামের রাবেয়া বেগম (২৫), দেবীর চর এলাকায় অজ্ঞাত (৪০) ১ জন (ভাসমান), চরফ্যাশন উপজেলার শশীভূষণের চেয়ারম্যান বাজারের স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলাম (৩০)। এতে আহত হয়েছেন আরও অনেকে।

ঘূর্ণিঝড় সিত্রাং'এর প্রভাবে জেলা সদরের চর চটকিমারা, মাঝেরচর, বঙ্গেরচর, দৌলতখান উপজেলার মদনপুর, হাজিপুর, ভবানী পুর, মেদুয়া, তজুমুদ্দিন উপজেলার চর জহিরউদ্দিন, চর মোজাম্মেল, চর নাসরিন, লালমোহন উপজেলার দেবীচর, কচুয়াখালির চর, চরফ্যাশন উপজেলার ডালচর, চর মন্তাজ, চরনিজাম, চর পাতিলা, চরকুকরিমুকরি, জাহানপুর, রসুলপুর, নীলকমল, নুরাবাদ, হাজারিগঞ্জ, মনপুরা উপজেলার কলাতলিরচর,হ্জিরহাট এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩/৫ফুট উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দী আছেন ১০ হাজার মানুষ।

জেলা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক যোগাযোগ ব্যাবস্থা উন্নত করার চেষ্টা করা হচ্ছে। লঞ্চ চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে লঞ্চ চলাচল স্বাভাবিক করেছেন বিআইডব্লিউ টিএ।

ঘূর্ণিঝড় সিত্রাং'এর তাণ্ডবে প্রাথমিক ভাবে ধারণঅ করা যায় কয়েক হাজার পাকা-কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ এর সংযোগ, মৎস ঘের, পুকুরের মাছ, আমনের ফলন, বেড়িবাঁধ, যোগাযোগ ব্যবস্থা ও গাছ ফলাদির ক্ষতিসাধন হয়েছে।

জেলা কৃষি কর্মকর্তা ম.হাসান ওয়ারিসুল হক ভোরের কাগজকে জানান, ভোলায় এবার আমন মৌসুমে ১ লক্ষ ৭৫ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এমনিতেও জমিতে পানির প্রয়োজন ছিল ঘুর্ণিঝড় সিত্রাংয়ে আমনের তেমন ক্ষতি হবেনা। পানি টেনে গেলে সব কিছু স্বাভাবিক হবে।

জেলা মৎস কর্মকর্তা ম. এমদাদুল হক বলেন, মাঠে আছি, ক্ষয়ক্ষতির অবস্থা দেখে পড়ে জানাব।

জেলা পুলিশ সুপার ম.সাইফুল ইসলাম ভোরের কাগজকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং'র তাণ্ডবে ভোলায় ৫ জনের মৃত্যু হয়েছে। জেলার জান মালের নিরাপত্তায় পুলিশ কাজ করছে, আশা করি পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হবে।

জেলা প্রশাসক ম.তৌফিক-ই-লাহী চৌধুরী ভোরের কাগজকে বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। সব উপজেলায় এ বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কাজ করছেন। আমরা চেষ্টা করছি দ্রুত এর পরিমাণ নির্ণয় করার। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষথেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগদ টাকা ত্রাণের ব্যাবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App