×

সারাদেশ

যাত্রীবাহী ট্রেনে ভুয়া মেজর আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১০:০৩ পিএম

যাত্রীবাহী ট্রেনে ভুয়া মেজর আটক

ভুয়া মেজর মোজাম্মেলন হোসেন

যাত্রীবাহী ট্রেনে ভুয়া মেজর আটক

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের সময় এক ভুয়া মেজরকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটক হওয়া ব্যক্তির পরনে সেনাবাহিনীর পোশাক ছিল। ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকারা ও এক সেনা সদস্যের জিজ্ঞাসাবাদে সে ভুয়া বলে প্রমাণিত হয়।

মোজাম্মেলন হোসেন (২১) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সেনাবাহিনীর পোশাকে সোহাগ নাম লেখা এক যুবক সোমবার সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উঠে। তবে তার কাছে ট্রেন ভ্রমণের কোনো টিকিট ছিলো না। নিজেকে সে মেজর বলে পরিচয় দিয়ে লাকসাম যাবে বলে জানায়। বিষয়টি সন্দেহ হলে ট্রেনে দায়িত্বরতরা তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে একজন সেনা সদস্যের সঙ্গে আলাপচারিতায় সে ভুয়া হিসেবে প্রমাণিত হয়। পরে দুপুরে আখাউড়া রেলওয়ে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলীম হোসেন সিকদার জানান, বিনা টিকিটে ভ্রমণ করা ওই ব্যক্তি নিজেকে মেজর বলে পরিচয় দেয়। সন্দেহ হলে ট্রেনে দায়িত্বরতরা তাকে আটক করেন। তার বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক মোজাম্মেল হোসেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App