×

সারাদেশ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কা, নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৯:৫৯ এএম

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কা, নিহত ৪

ফাইল ছবি

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কা, নিহত ৪
গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ভ্যানে বাস চাপায় মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) আহসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার হরিনাকান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যান চালক বোরহান, একই জেলার স্বদেশি গ্রামের আব্দুল হামিদের ছেলে মাছ ব্যবসায়ী ইউসুফ, গাজীপুর মহানগরের বারবৈকা এলাকার নান্নু মিয়ার ছেলে পোশাক শ্রমিক সোহরাব হোসেন ও শেরপুরের তারাগর মাইজপাড়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে বাস কন্ডাক্টর হযরত আলী। আহসানুল হক বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় রাস্তার পাশে বলাকা পরিবহনের একটি বাস পার্কিং করে মেরামতের কাজ করছিল। পেছনে থাকা মাছ ব্যবসায়ী অটোভ্যানযোগে মাছ বিক্রি করছিলেন। এসময় ময়মনসিংহগামী বসুমতি পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক বোরহান, মাছ ব্যবসায়ী ইউসুফ,পথচারী পোশাক শ্রমিক সোহরাব, বলাকা পরিবহনের কন্ডাক্টর হযরত আলীসহ চারজন ঘটনাস্থলে মারা যান। তিনি আরো বলেন, দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ঘাতক বাসের চালক পলাতক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App