×

সারাদেশ

জাল ভোট দেয়ার অভিযোগে যুবক কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০১:১৭ পিএম

জাল ভোট দেয়ার অভিযোগে যুবক কারাগারে

ফাইল ছবি

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে গ্রেপ্তার সুজন মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের সাঘাটার বিচারিক হাকিম এ আদেশ দেন।

সুজন মিয়া সাঘাটা উপজেলার টেপা পদুমশহর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন চলাকালে পদুমশহর ইউনিয়নের সন্নাসদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অনধিকার চর্চা করেন সুজন মিয়া। কেন্দ্রের বাইরে থেকে ভোটার ধরে এনে আঙুলের ছাপ নিয়ে নিজেই মনমতো মার্কায় ভোট মারতে থাকেন। এতে বাধা দেওয়ায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাজেদুল ইসলামের সঙ্গে তর্কে জড়ান সুজন। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় বুধবার রাতেই প্রিসাইডিং কর্মকর্তা মাজেদুল ইসলাম বাদী হয়ে কেন্দ্রে অনধিকার প্রবেশ, জাল ভোট দেওয়াসহ কয়েকটি অভিযোগে সুজন মিয়ার নামে সাঘাটা থানায় মামলা করেন। সুজন কোনো রাজনৈতিক দলের পদে নেই বলে পুলিশ জানিয়েছে।

সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) রজব বলেন, বৃহস্পতিবার দুপুরে সুজনকে গ্রেফতার দেখিয়ে সাঘাটার বিচারিক হাকিমের আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক ফারুক হোসেন সুজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App