×

সারাদেশ

বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৮:৩২ পিএম

বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

ছবি: ভোরের কাগজ

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর পৃথক দুটি অভিযানে মালিকানাবিহীন অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় ব্যাটালিয়ন অধিনায়ন লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে রামগড় বিওপির বল্টুরামটিলা ও দাতারাম পাড়া হতে মালিকবিহীন প্রায় ১৫২ ঘটফুট সেগুন, কড়াই গোলকাঠ ও ২৪ টি সেগুন গাছের খুটি জব্দ করেছে বিজিবি টহল দল। জব্দকৃত কাঠের সিজার মূল্য ২ লাখ ৪৭ হাজার ১৫৫ টাকা।

জব্দকৃত সেগুন, কড়াই গোলকাঠ ও সেগুন কাঠের খুটি রামগড় বনবিট অফিসে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে রামগড় ব্যাটালিয়ন অধিনায়ন লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান-মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। সীমান্তে অবৈধ কোন কিছু পারাপারে বিজিবি ছাড় দেবে না বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App