×

সারাদেশ

জেলেদের হামলায় আহত ইউএনও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০৫:২৩ পিএম

জেলেদের হামলায় আহত ইউএনও

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল এর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ অক্টোবর) রাত ১০টায় পাইনপাড়া মাঝের চর এলাকায় ইলিশ শিকার করতে যাওয়া জেলেদের আটক ও ট্রলার জব্দ করার হলে জেলেরা এ ঘটনা ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৯ রাউন্ড ফাকা গুলি ছুড়ে নৌ-পুলিশ।

এসময় মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, উপজেলা কৃষি অফিসার জামাল হোসেনসহ অভিযানে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার বলেন, শনিবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত পদ্মা নদীতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করছিলাম। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১০ জেলেকে আটক ও ২টি ট্রলার জব্দ করা হয়। অভিযান শেষের দিকে পাইনপাড়া মাঝের চর এলাকায় পৌঁছলে একদল জেলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ইউএনওসহ কয়েকজন আহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে ফাঁকা গুলি ছুঁড়ে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ইউএনও স্যারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল বলেন, গতরাতে অভিযান পরিচালনাকালে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে আমার পায়ে আঘাত লেগে আহত হয়েছি। চিকিৎসা নিচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। যত আঘাত আসুক মা ইলিশ রক্ষা অভিযানে কোন রকম ছাড় দেয়া হবে না। আইন অমান্যকারীদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App