×

সারাদেশ

লোহাগাড়ায় খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৩:১৮ পিএম

লোহাগাড়ায় খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১

নিহত মো. ইকবাল হোসেন

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিলে বাসের সুপারভাইজার মো. ইকবাল হোসেন (৩৬) নিহত হয়। এসময় আহত হন অন্তত ১০ জন যাত্রী। রাতে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠান।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৩টার দিকে মহাসড়কের লোহাগাড়ার রাজঘাটা মাদ্রাসার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল সাতকানিয়া পৌরসভার ছড়ারকুল এলাকার আব্দুল হাকিমের ছেলে।

নিহতের ভায়রাভাই মো. জহির উদ্দিন বলেন, চালক বেপরোয়া গতি ও তার চোখে ঘুম থাকায় ঝিমিয়ে ঝিমিয়ে গাড়ি চালাচ্ছিলেন বলে আমরা বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারি। চট্টগ্রাম থেকে টেকনাফে যাওয়ার পথে রিলেক্স নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজঘাটা গেইটের পাশের বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার শালির জামাই মারা ইকবাল মারা যায়। বাসের হেলপার না থাকায় ইকবাল গাড়ির দরজায় দায়িত্ব পালন করছিল।

দোহাজারী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, কক্সবাজারমুখি রিলেক্স নামে একটি বাস রাতে নিয়ন্ত্রণ হারিয়ে লোহাগাড়ার রাজঘাটা এলাকায় বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার ঘটনাস্থলে নিহত ও ১০ থেকে ১২ জন লোক আহত হয়। বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App