×

সারাদেশ

মানিকগঞ্জের ঘিওরে বাসচাপায় কলেজছাত্রসহ নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৯:১৮ এএম

মানিকগঞ্জের ঘিওরে বাসচাপায় কলেজছাত্রসহ নিহত ২

মঙ্গলবার রাতে ঘিওরে সেলফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যুবক নিহতের খবরে উত্তেজিত লোকজন বাসে আগুন দেয়। ছবি: ভোরের কাগজ

# বাসে আগুন-ভাঙচুর

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কালীগঙ্গা নদীর সেতুর ওপর এাটি যাত্রীবাহী বাসের চাপায় এক কলেজ ছাত্রসহ দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অপর বন্ধু হাসিবুর রহমান (২৪)। আজ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের পরিচয়- মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া (২৪) এবং তার বন্ধু মো. আশিকুর রহমান (২৫)। তাদের বাড়ি ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে করে রাথুরা গ্রামে বাড়ি ফিরছিলেন জুয়েল, আশিকুর ও হাসিবুর। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়াের তরা এলাকায় কালীগঙ্গা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন জুয়েল ও আশিকুর। এ ঘটনায় আরেক বন্ধু হাসিবুর আহত হন। তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বাসটি জব্দ করেছে পুলিশ।

এদিকে, দুর্ঘটনার পর পরই উত্তেজিত লোকজন তরা এলাকায় সেলফি পরিবহনের দুটি বাস ভাঙচুর করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে সেখান থেকে বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সেলফি পরিবহনের অপর একটি বাসে আগুন দেয়। এতে রাত ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এরপর থেকে রাতে বেশ কয়েক ঘণ্টা মহাসড়কের এক পাশ দিয়ে উভয় দিকের যান চলাচল করতে থাকে। তবে এখন যান চলাচল স্বাভাবিক আছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App