×

সারাদেশ

সোমেশ্বরী নদীর বেড়িবাধেঁ ভাঙন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২২, ০১:০১ এএম

সোমেশ্বরী নদীর বেড়িবাধেঁ ভাঙন

বৃহস্পতিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সোমেশ্বরী নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। ছবি: ভোরের কাগজ

  • শিক্ষা প্রতিষ্ঠানসহ দুটি গ্রাম হুমকির মুখে

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নদীর আয়নাপুরে বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ফলে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও বাজারসহ দুটি গ্রাম হুমকির সম্মুখীন হয়ে পরেছে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন দুই গ্রামের শত শত মানুষ।

২০০৮ সালে পাহাড়ি ঢলের পানির তোড়ে সোমেশ্বরী নদীর আয়নাপুরে প্রায় ৫০০ ফুট নদীর পাড় ভেঙে আয়নাপুর উচ্চ বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র, বালিকা উচ্চ বিদ্যালয়, নাচনমহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আয়নাপুর ও নাচনমোহরি গ্রাম হুমকির সম্মুখিন হয়ে পরে।

এসব রক্ষায় এলাকাবসীর দাবির পরিপেক্ষিতে ২০১৪ সালে এলজিইডি একটি বেড়িবাঁধ নির্মাণ করে। কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক ধলু ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কাবুল মিয়াসহ গ্রামবাসীরা জানান, ২০১৬ সালে পাহাড়ি ঢলের পানির তোড়ে বেড়িবাঁধের উজানের দিকে প্রায় ১০০ ফুট ভেঙে যায়। কিন্ত পরবর্তীতে বেড়িবাঁধের ভাঙা অংশ আর সংস্কার করা হয়নি। ফলে প্রতি বছর পাহাড়ি ঢলের সময় ওই ভাঙা অংশ দিয়ে ঢলের পানি প্রবেশ করে ভাটি এলাকায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে।

গত ৯ জুন পাহাড়ি ঢলের পানি ওই ভাঙা অংশ দিয়ে প্রবেশ করে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার দুটি গ্রামের ব্যাপক ক্ষতিসাধন হয়। কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান বলেন, বেড়িবাঁধটি সংস্কারের অভাবে ভাটি এলাকার হাজারো মানুষ আতঙ্কগ্রস্ত অবস্থায় দিন কাটিয়ে আসছেন। জরুরি ভিত্তিতে বাধঁটি সংস্কারের দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App