×

সারাদেশ

সেই আলমগীর এখন স্বপ্নের রিসার্চ অ্যাসোসিয়েট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৯ পিএম

সেই আলমগীর এখন স্বপ্নের রিসার্চ অ্যাসোসিয়েট

বুধবার বিকেলে আলমগীরের কাছে নিয়োগপত্র হস্তান্তর করেন ‘স্বপ্নে’র পরিচালক

‘দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া’ সেই যুবক আলমগীর (৩২) অবশেষে চাকরি পেয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী। তার উদ্যোগে ‘স্বপ্নে’র রিসার্চ অ্যাসোসিয়েট পদে আলমগীরের চাকরি হয়েছে।

বিকেলে এসপি কার্যালয়ে আলমগীরের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন ‘স্বপ্নে’র পরিচালক সামসুদ্দোহা শিমুল।

[caption id="attachment_332841" align="aligncenter" width="700"] জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ‘ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া’ আলমগীর কবির[/caption]

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করা আলমগীর সপ্তাহখানেক আগে শহরের জহুরুল নগরের বাড়ির প্রাচীর ও বিদ্যুতের খুঁটিতে কয়েকটি পোস্টার সাঁটান। তাতে তিনি নিজের পরিচয়ে লেখেন ‘বেকার’। দুই বেলা ভাতের বিনিময়ে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াতে চান তিনি। অল্প সময়ে এই বিজ্ঞাপন ফেসবুকে ভাইরাল হয়।

পড়ুন : চাকরি পাচ্ছেন ‘ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া’ সেই যুবক

পরে তাকে জেলা এসপি বুঝান যে এ কাজ হীন মানসিকতার পরিচয়। তিনিই তাকে চাকরি খুঁজতে সহযোগিতার আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App