×

সারাদেশ

শেরপুরে ট্রলি উল্টে নিহত ২ শিক্ষার্থী, আহত ১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৪ পিএম

শেরপুরের শ্রীবরদীতে ট্রলি উল্টে নিহত হয়েছেন দুই শিক্ষার্থী। আহত হয়েছেন আরও ১৩ জন। গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মামদামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীবরদী উপজেলার খরিয়া কাজিরচর গ্রামের আবু তালেবের ছেলে ইসমাইল (১৪) এবং সেলিম মিয়ার ছেলে সাইদুল মিয়া (১৫)। নিহত দুজনই এসএসসি পরীক্ষার্থী।

দুর্ঘটনার বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে খরিয়া কাজিরচর গ্রামের ১৫ শিক্ষার্থী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে পিকনিক করতে আসেন। পিকনিক শেষে বাড়ি ফিরছিলেন তারা। রাত সাড়ে আটটার দিকে ট্রলিটি উপজেলার মামদামারী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রলিটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই দুই শিক্ষার্থী। অন্যরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শ্রীবরদী হাসপাতালের ডা. সৈয়দা তোহারা তনুজ আলম বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App