×

সারাদেশ

দেড় মাস পর খুঁজে পেলেন জার্মান নারীর হারিয়ে যাওয়া বিড়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১২:৫১ পিএম

দেড় মাস পর খুঁজে পেলেন জার্মান নারীর হারিয়ে যাওয়া বিড়াল

প্রিয় বিড়াল লিওকে কোলে নিয়ে নৌকায় জুলিয়া ওয়াসিমান। ছবি : সংগৃহীত

দেড় মাস পর খুঁজে পেলেন জার্মান নারীর হারিয়ে যাওয়া বিড়াল

হারানো বিড়াল পেয়ে আনন্দে আত্মহারা জুলিয়া ওয়াসিমান। ছবি : ভোরের কাগজ

নিজের পোষা বিড়াল পাওয়া গেছে শুনে রাতের মধ্যে ঢাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুরে এসে পৌঁছেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। এ সময় তিনি হারিয়ে যাওয়া আদরের লিওকে কোলে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

দেড় মাস আগে তাহিরপুরে হারিয়ে যাওয়া জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের লিও নামের বিড়ালের সন্ধান গতকাল সোমবার রাতে পাওয়া যায়। খবর পেয়ে রাতের বাস ধরে জুলিয়া ওয়াসিমান আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জ পৌছেন।

জুলিয়া জানিয়েছেন, সোমবার রাতে গ্রামবাসী লিওকে উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে তাহিরপুরে লিওকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার বাস ধরে ঢাকা ফিরছেন তিনি।

[caption id="attachment_318857" align="aligncenter" width="700"] হারানো বিড়াল পেয়ে আনন্দে আত্মহারা জুলিয়া ওয়াসিমান। ছবি : ভোরের কাগজ[/caption]

তাহিরপুর হেল্পলাইনের পরিচালক ফয়সাল হাওরি বলেন, আগেও অনেকবার লিওর মতো কয়েকটি বিড়াল উদ্ধার করেছিল গ্রামবাসী। এদের মধ্যে কোনোটাই লিও ছিলো না। আগেও উদ্ধারের খবর পেয়ে জুলিয়া ওয়াসিমান ছয় বার ঢাকা থেকে তাহিরপুরে এসেছেন। তবে এবার উদ্ধার হওয়া বিড়ালটি ‘লিও’ ছিলো। সকালে তাহিরপুর পৌছে প্রিয় লিওকে নিয়ে ঢাকায় ফিরে গেছেন তিনি।

মাসখানেক আগে তাহিরপুরে এসেছিলেন জার্মান মেহমান জুলিয়া ওয়াসিমান। হাওর ভালোবেসে ঘুরতে এসেছিলেন টাঙ্গুয়ার হাওরে। সাথে ছিল প্রিয় লিও। ফেরার সময় তাহিরপুর মেশিনবাড়ি ঘাটে হারিয়ে যায় তার প্রিয় বিড়াল লিও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App