পোশাক কারখানার নিরাপত্তার জন্য আশুলিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৯:১৮ পিএম
ছবি: ভোরের কাগজ
বর্তমান পরিস্থিতিতে পোশাক শিল্প কারখানাগুলোতে সুষ্ঠ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী মাঠে নেমেছে। শুক্রবার (৯ আগষ্ট) সেনাবাহিনীর একটি দল পোশাক শিল্প অধ্যুষিত আশুলিয়া এলাকায় পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে দিনব্যাপী টহল কার্যক্রম চালায়।
টহলরত সেনাবাহিনীর দলে ছিলেন, কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন এবং সেনা কর্মকর্তারা। এ সময় সেনাবাহিনীর দলের সঙ্গে ছিলেন- বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ, পরিচালক শোভন ইসলাম এবং আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকরা। এদিন সকাল ১১টায় আশুলিয়ায় অবস্থিত হলিউড গার্মেন্টসের সামনে থেকে এ টহল কর্মসূচী শুরু হয়।
আরো পড়ুন: আবু সাঈদের পরিবারের পাশে সুপারশপ ‘স্বপ্ন’
টহল চলাকালে সেনাবাহিনীর দলটি নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কারখানাগুলো নিজস্ব উদ্যোগে কিভাবে ব্যবস্থা গ্রহণ করেছে, সেগুলো পর্যবেক্ষণ করেন এবং বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কারখানাগুলোর কর্তৃপক্ষদের সঙ্গেও কথা বলেন।
উল্লেখ্য, উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক না হওয়া পর্যন্ত তৈরি পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানিয়েছিলো বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।