×

ক্যারিয়ার

বিসিকের নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০১:০৭ পিএম

বিসিকের নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ

ছবি: সংগৃহীত

নারীদের কর্মসংস্থান ও উদ্যোগের সুযোগ বিকাশের জন্য বিসিক ট্রেনিং ইনস্টিটিউট আগ্রহী নারী উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আওতাধীন প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট ।

উদ্যোক্তা হিসেবে যারা শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে তুলতে চান তাদের জন্য প্রশিক্ষণ দিচ্ছে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট। ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: শফিকুল আলম স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে ভর্তির তথ্যাদি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সটি আগামী ২১-২৫ এপ্রিল পর্যন্ত চলবে। 

প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে ও ভার্চুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে। সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক নারী উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য ৫০০ টাকা। আগ্রহী নারী উদ্যোক্তাদের আগামী ২১ এপ্রিলের মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App