×

রাজধানী

বার্ন ইউনিটের কর্মচারীর আগুন দিয়ে আত্নহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১২:০৪ পিএম

বার্ন ইউনিটের কর্মচারীর আগুন দিয়ে আত্নহত্যা

ফাইল ছবি

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মিলন (২৭) নামে এক কর্মচারীর দগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলায়। বাবার নাম ইউসুফ।

জানা যায়, শুক্রবার পৌঁনে একটার দিকে ইনস্টিটিউটের নিচতলায় বাথরুমে এই ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ মার্চ) সকালে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের এক সূত্র জানায়, আউটসোর্সিংয়ে গত এক বছর ধরে ইনস্টিটিউটে রিসিপশনে কাজ করতেন মিলন। শুক্রবার রাতে হুইল চেয়ার নিয়ে বাথরুমে যান তিনি। এরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্রটি আরও জানায়, সে ঋণগস্ত ছিলেন। কর্মস্থল থেকে কয়েক মাসের বেতনও বকেয়া ছিল। সে কারণে রাতে সে বাথরুমে গিয়ে নিজের শরীরে আগুন দিয়েছেন।

ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হুসাইন ইমাম ইমু জানান, তিনি নিজের গায়ে নিজে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি।

তিনি বলেন, বেতন-ভাতার দাবিতে সে নিজের গায়ে আগুন লাগিয়েছে কিনা সে বিষয়ে আমার জানা নেই। আমরা ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App