×

রাজধানী

কবে থেকে চলবে মেট্রোরেল, জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৩:৪০ পিএম

কবে থেকে চলবে মেট্রোরেল, জানা গেলো

ছবি : সংগৃহীত

কর্মবিরতি শেষে নিজ নিজ কাজে যোগদান করেছেন মেট্রোরেলের কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে আগামী রবিবার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালু করার আশাবাদ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।মঙ্গলবার (২০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ঢাকায় জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন মেট্রোরেল স্টেশন পরিদর্শন করে এসব কথা বলেন।

এ সময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি। পাশাপাশি সচিব এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়। ১৯ জুলাই দুর্বৃত্তরা হামলা চালায় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে। এর আগে সহিংসতা ছড়িয়ে পড়লে ১৭ জুলাই বিকেল থেকে বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল। সেই হিসাবে এক মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে মেট্রো চলাচল। এতে চরম ভোগান্তিতে রয়েছেন মেট্রোতে চলাচলকারী যাত্রীরা।

আরো পড়ুন : লাশ দাফনে তাপসের বিরুদ্ধে কর নেয়ার অভিযোগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি হামলায় গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত

উচ্চ মাধ্যমিকে আইসিটিকে ‘অপশনাল’ করার চিন্তা

উচ্চ মাধ্যমিকে আইসিটিকে ‘অপশনাল’ করার চিন্তা

ইত্তিহাদে পয়েন্ট হারলো ম্যানসিটি

ইত্তিহাদে পয়েন্ট হারলো ম্যানসিটি

ঢাবির হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ঢাবির হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App