সরকারবিরোধী বৈঠকের তথ্য সঠিক নয়: ঢাকা বিভাগীয় কমিশনার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১১:০৭ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা এলাকায় ঢাকার বিভাগীয় কমিশনারের আয়োজনে সরকারবিরোধী কিছু কর্মকর্তার বৈঠক হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন খবর ছড়িয়ে পরে। ফেসবুকে প্রচারিত এ খবরের প্রতিবাদ জানিয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিভাগীয় কমিশনার কার্যালয়ের গোপনীয় শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
এতে বলা হয়, 'ফেসবুকে ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম সম্পর্কে বসুন্ধরা আবাসিক এলাকায় ১৪ আগস্ট রাত ৮টায় একটি সভার কথা বলা হচ্ছে, যা সঠিক নয়।'
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, 'বিভাগীয় কমিশনার ১৪ আগস্ট সকালে তার বাসভবন থেকে অফিসে যান এবং বিকেল ৫টার পর তার সরকারি বাসভবনে ফিরে আসেন। এরপর থেকে বিভাগীয় কমিশনার বাসায় অবস্থান করেন এবং তিনি এ ধরনের কোনো কিছুই জানেন না।'
আরো পড়ুন : নগরীর ট্রাফিক ব্যবস্থারও সংস্কার চায় পুলিশ